
নিজেদের ত্বক নিয়ে আমরা যতটা সচেতন, ঠোঁট নিয়ে ততটা সচেতনতা আমাদের মধ্যে দেখা যায় না। অথচ ঠোঁট মুখের সবথেকে স্পর্শকাতর অংশ। শরীরের অন্যান্য অংশের তুলনায় ঠোঁটের ত্বক হয় পাতলা এবং একাধিক লেয়ার না থাকায় অতিরিক্ত গরম, রুক্ষ বা আর্দ্র আবহাওয়ায় ঠোঁটের যত্ন নেয়াটা হয়ে পড়ে অনেক বেশি জরুরী। ঠোঁট প্রোপারলি ময়েশ্চারাইজ করা, ঠোঁটের মৃত কোষগুলো দূর করতে নিয়মিত এক্সফোলিয়েট করার বিষয়টি আমরা জানলেও, ঠোঁটের প্রোপার কেয়ারের ক্ষেত্রে SPF যুক্ত লিপবাম ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে অনেকেরই জানা নেই।
আজকের ব্লগে আপনাদের জানাবো ঠোঁটের যত্নে SPF যুক্ত লিপবামের উপকারিতা ও প্রয়োজনীয়তা।
সুর্যের অতিবেগুনী রশ্মি থেকে বাঁচতে আমরা মুখ ও শরীরের ত্বকে সানস্ক্রিন ব্যবহার করে থাকি। কিন্তু বাদ পড়ে যায় ঠোঁট। অথচ এই অতিবেগুনী রশ্মি আমাদের ঠোঁটের ত্বকের জন্যও সমানভাবে ক্ষতিকর। তাই ঠোঁটের যত্নে বেছে নিতে হয় SPF যুক্ত লিপবাম। একটি ভালো মানের SPF যুক্ত লিপবামে তিনটি বৈশিষ্ট্য থাকা দরকার।
১। ময়েশ্চারাইজিং উপাদান
ঠোঁটের ময়েশ্চার লক করে রাখতে পারে এ ধরণের উপাদান থাকতে হবে। যেমন; পেট্রোলিয়াম, প্যারাফিন ওয়্যাক্স, শিয়া বাটার জাতীয় উপাদান। এসব উপাদান দীর্ঘ সময় পর্যন্ত ঠোঁট ময়েশ্চারাইজড রাখতে পারে।
২। প্রয়োজনীয় SPF
সুরক্ষার জন্য সবথেকে বেশি দরকার SPF। সুর্যের ক্ষতিকর UVA এবং UVB রশ্মি ঠোঁটের ত্বকের নানা সমস্যার কারণ হতে পারে। যেমন; সানট্যান ও হাইপারপিগমেন্টেশন।
৩। ড্যামেজ রিপেয়ার
পরিবেশগত কারণে হওয়া ক্ষতিগুলো সারাতে সাহায্য করবে। ঠোঁটের ত্বক ড্যামেজ হয়ে থাকলে, তা হিল করবে।

গ্রুমির গ্লো লিপবাম উইথ SPF 15, ঠিক সেরকমই একটি লিপবাম। লিপবামটিতে আছে দুটি ডিফারেন্ট ভেরিয়েন্ট। একটি টিন্টেড এবং একটি নন-টিন্টেড। একটি কার্যকরী SPF যুক্ত লিপবামের সকল বৈশিষ্ট্যই আছে এতে। লিপবামটি SPF 15 এবং এতে আছে প্যারাফিন, পেট্রোলিয়াম সহ আরও নানা কার্যকরী উপাদান, যা ঠোঁটের ত্বককে সুরক্ষা দেয়, ড্যামেজ রিপেয়ার করে এবং ঠোঁটকে রাখে দীর্ঘসময় পর্যন্ত ময়েশ্চারাইজড।
আশা করছি SPF লিপবাম কেন প্রয়োজন সে উত্তরটি পেয়েছেন। তাই নিজের ঠোঁটের যত্ন নিন এবং আপনার মিষ্টি হাসি কে রাখুন সুরক্ষিত।
গ্রুমি গ্লো লিপবাম সহ স্কিন কেয়ারের অথেনটিক সব প্রোডাক্ট পেতে ভিজিট করুন mygroome.com এ। অথবা অর্ডার করুন ফেসবুক পেজ Groome থেকে।
লিখেছেন আফরোজ জান্নাত হৃদিতা