প্লাস্টিকের চিরুনি বনাম কাঠের চিরুনি

আমরা নিজেদের চুলকে স্বাস্থ্যকর এবং সুন্দর রাখতে শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক এবং তেল ব্যবহারের ওপর জোর দিয়ে থাকি। কিন্তু চুলের যত্নে একটি গুরুত্বপূর্ণ অথচ প্রায়শই অবহেলিত বিষয় হলো আমাদের চিরুনি। আমরা অনেকেই প্লাস্টিকের চিরুনি ব্যবহার করে থাকি, যা দামে সাশ্রয়ী এবং সহজেই পাওয়া যায়। কিন্তু আপনি কি জানেন, একটি সাধারণ কাঠের চিরুনি আপনার চুল এবং মাথার ত্বকের জন্য কতটা উপকারী হতে পারে? 

এই ব্লগে আমরা জানবো কাঠের চিরুনি কেন প্লাস্টিকের চিরুনির চেয়ে ভালো এবং এর বিভিন্ন উপকারিতা সম্পর্কে।  

প্লাস্টিকের চিরুনি ও কাঠের চিরুনির মধ্যে পার্থক্যটা মুলত কোথায়? 

প্রথমেই জেনে নেয়া যাক কেন প্লাস্টিকের চিরুনি আমাদের চুলের জন্য ক্ষতিকর হতে পারে। প্লাস্টিক হলো এমন একটি উপাদান যা চুল আঁচড়ানোর সময় ঘর্ষণের ফলে স্ট্যাটিক ইলেক্ট্রিসিটি তৈরি করে। এই স্ট্যাটিক ইলেক্ট্রিসিটির কারণে চুলগুলো একে অপরের থেকে দূরে সরে যায়, যা চুলকে ফ্রিজি করে জট তৈরি করে। এছাড়াও, প্লাস্টিকের চিরুনির দাঁতগুলো সাধারণত ধারালো হয়, যা আমাদের মাথার ত্বকে ঘষা লাগার ফলে স্ক্যাল্প ক্ষতিগ্রস্থ করে এবং চুল ভেঙে যাওয়ার কারণ হতে পারে।  

অন্যদিকে, কাঠের চিরুনি এই সমস্ত সমস্যা থেকে পুরোপুরি ফ্রি। কাঠ প্রাকৃতিক হওয়ায় এতে স্ট্যাটিক ইলেক্ট্রিসিটি তৈরি হয় না। ফলে চুল আঁচড়ানোর সময় চুলগুলো মসৃণ থাকে এবং জট লাগার প্রবণতা কমে যায়। কাঠের চিরুনির দাঁতগুলো সাধারণত মসৃণ এবং কিছুটা গোলাকার হয়, যা মাথার ত্বককে আলতোভাবে ম্যাসেজ করে।

চুলের যত্নে কাঠের চিরুনির উপকারিতা

১. চুলের গোড়া মজবুত করে এবং রক্ত সঞ্চালন বাড়ায় 

কাঠের চিরুনি দিয়ে চুল আঁচড়ানো হলে মাথার ত্বকে হালকা এক ধরনের প্রেশার তৈরী হয়, যা রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। প্রোপার রক্ত সঞ্চালনের ফলে চুলের গোড়া মজবুত হয় এবং নতুন চুল গজাতে সাহায্য করে।

২. প্রাকৃতিক তেল বা সিবাম বিতরণ

আমাদের মাথার ত্বক থেকে প্রাকৃতিক যে সিবাম নিঃসৃত হয়, তা চুলকে ময়েশ্চারাইজড এবং সুস্থ রাখে। কাঠের চিরুনির মসৃণ দাঁতগুলো এই প্রাকৃতিক তেলকে চুলের গোড়া থেকে নিচ পর্যন্ত সমানভাবে ছড়িয়ে দিতে সাহায্য করে। এর ফলে চুল আরও স্বাস্থ্যকর এবং ঝলমলে দেখায়।

৩. চুলের আগা ফাটা রোধ করে

প্লাস্টিকের চিরুনি দিয়ে জোরে আঁচড়ালে চুলের কিউটিকল ক্ষতিগ্রস্ত হতে পারে, যার ফলে চুলের আগা ফাটার সমস্যা দেখা দেয়। কাঠের চিরুনি চুলের কিউটিকলের ক্ষতি কমিয়ে আগা ফাটা কমাতে সাহায্য করে।

৪. চুলের জট কমায় এবং চুল পড়া ও ভেঙে যাওয়া কমায় 

কাঠের চিরুনির দাঁতগুলো সাধারণত প্রশস্ত এবং মসৃণ হয়, যা চুলের জট আলতোভাবে ছাড়িয়ে দেয়। এতে চুলের উপর চাপ কম পড়ে, যার ফলে চুল ভেঙে যাওয়ার ঝুঁকি কমে। কাঠের চিরুনি ব্যবহারে, চুল আঁচড়ানোর সময় চুল পড়ার পরিমাণও অনেক কমে যায়। বিশেষ করে লম্বা এবং কোঁকড়া চুলের জন্য কাঠের চিরুনি খুবই উপকারী।

৫. খুশকি এবং চুলকানি কমাতে সাহায্য করে

কাঠের চিরুনি দিয়ে নিয়মিত আঁচড়ালে মাথার ত্বকের মরা কোষগুলো আলতোভাবে উঠে আসে এবং অতিরিক্ত সিবাম জমাট বাঁধতে দেয় না। এর ফলে খুশকি এবং মাথার ত্বকের চুলকানির সমস্যা অনেকটাই কমে যায়।

৬. পরিবেশ-বান্ধব

প্লাস্টিক পচনশীল নয় এবং পরিবেশের জন্য ক্ষতিকর। অন্যদিকে, কাঠের চিরুনি পচনশীল এবং পরিবেশ-বান্ধব। তাই পরিবেশ সুরক্ষায় কাঠের চিরুনীর ব্যবহার একটি ভালো পদক্ষেপ।

গ্রুমি লাক্সারি উডেন কম্ব, আপনার স্ক্যাল্প ও চুলের জন্য একটি পারফেক্ট চয়েস হতে পারে। গ্রুমি লাক্সারি উডেন কম্বটি ওক কাঠের তৈরি হওয়ায় এটি অত্যন্ত টেকসই এবং দীর্ঘস্থায়ী। এই চিরুনিটি চুলের জট ছাড়াতে এবং ফ্রিজিনেস কমাতে বিশেষভাবে কার্যকর। এছাড়াও, নিয়মিত এই চিরুনি ব্যবহারের ফলে জটজনিত কারণে চুল পড়া অনেকাংশে কমে যায়। এর প্রাকৃতিক উপাদান আপনার চুলকে স্বাস্থ্যোজ্জ্বল রাখতে সাহায্য করে।

চুলের যত্নে প্লাস্টিকের চিরুনির পরিবর্তে কাঠের চিরুনি ব্যবহার করা একটি সহজ কিন্তু অত্যন্ত কার্যকর পরিবর্তন। এটি কেবল আপনার চুলকে স্বাস্থ্যকর এবং সুন্দর করে তোলে না, বরং পরিবেশ সুরক্ষায়ও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই চুলের যত্নে কাঠের চিরুনি যোগ করুন এবং এর বেনিফিটগুলো নিজেই এক্সপিরিয়েন্স করুন।

গ্রুমি লাক্সারি উডেন কম্বসহ স্কিন কেয়ারের অথেনটিক সব প্রোডাক্ট পেতে ভিজিট করুন mygroome.com এ। অথবা অর্ডার করুন ফেসবুক পেজ Groome থেকে।

                                                   লিখেছেন আফরোজ জান্নাত হৃদিতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *